কলকাতা: সোমবার ভোর থেকেই দফায় দফায় মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। ভোর থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি বৃষ্টিপাতের সতর্কতা।
বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবারের মধ্যে তৈরি হবে নিম্নচাপ। রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। উপকূলের জেলাগুলিতে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
বৃষ্টির ফলে সামান্য হলে নামবে তাপমাত্রার পারদ। আগামী দু’দিনের মধ্যেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এ দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।