শীতের দাপট আপাতত স্থিতাবস্থায় রয়েছে কলকাতা-য়। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী ২–১ দিনে তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ফলে শীতের অনুভূতি সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই ঠান্ডা খুব দীর্ঘস্থায়ী নাও হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে বাংলায় ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে। এর প্রভাবে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, ঝঞ্ঝগুলি সরে যাওয়ার পর এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হলে জানুয়ারির শেষদিকে ফের উত্তরের ঠান্ডা হাওয়ার প্রভাব বাড়বে। তখন আবারও শীতের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত স্বস্তির খবর, আজকের পর্যবেক্ষণ অনুযায়ী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।