কলকাতা: কুয়াশার দেখা মিললেও শীত গায়েব। তবে বুধবার বিকেল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন ঘটার সম্ভাবনা। এক-দু’দিনের মধ্যেই পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস বলছে, বুধবার সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
রাজ্যে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ ঘটতে পারে। আজ সন্ধ্যের পর বাড়বে উত্তুরে হাওয়া। আর এর জেরেই শীতের আমেজ ফিরতে চলেছে। আগামী তিন দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।