প্রথম পাতা খবর কৃষ্ণনগরের কলেজছাত্রী ঈশিতা খুন: অভিযুক্ত দেশরাজ সিংহ গ্রেফতার উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তে

কৃষ্ণনগরের কলেজছাত্রী ঈশিতা খুন: অভিযুক্ত দেশরাজ সিংহ গ্রেফতার উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তে

124 views
A+A-
Reset

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কৃষ্ণনগরের কলেজছাত্রী ঈশিতা মল্লিক খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে দেশরাজকে ইতিমধ্যেই কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে গুজরাতের জামনগরে গ্রেফতার হয়েছিলেন দেশরাজের মামা কুলদীপ সিংহ। এবার প্রধান অভিযুক্তকেও পাকড়াও করতে সফল হল পুলিশ।

গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় তিনটি গুলি করে খুন করা হয় কলেজছাত্রী ঈশিতাকে। ঘটনার পর থেকেই দেশরাজ ফেরার ছিল। অনুমান করা হয়েছিল, খুনের পর সে উত্তরপ্রদেশের দেওরিয়ার পৈতৃক বাড়িতে পালিয়ে গিয়েছিল। কৃষ্ণনগর জেলা পুলিশের একাধিক দল টানা কয়েক দিন অভিযান চালালেও এত দিন তার খোঁজ মেলেনি। শেষমেশ নেপাল সীমান্তেই ধরা পড়ে সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ভাড়াবাড়িতে মা-বোনের সঙ্গে থাকত দেশরাজ। বাবা বিএসএফ জওয়ান। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে খুনের পরিকল্পনা করে সে। ঈশিতা নাকি সম্পর্ক রাখতে চাইছিলেন না। কিন্তু দেশরাজ জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইত। হুমকি দিতেন বলেও অভিযোগ। এমনকি, আত্মহত্যার চেষ্টা করার ভান করে ভিডিয়ো পাঠিয়ে ঈশিতাকে চাপে ফেলারও চেষ্টা করেছিল বলে তদন্তে উঠে এসেছে।

তবুও কলেজছাত্রী তাঁর সিদ্ধান্ত থেকে সরেননি। এরপরই দেশরাজ খুনের ছক কষে ঘটনাটি ঘটায় বলে পুলিশের অনুমান। তবে আসল উদ্দেশ্য নিশ্চিত হতে হেফাজতে নিয়ে দেশরাজকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.