প্রথম পাতা খবর কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় বিরোধীদের তোপ, গঙ্গাসাগরের প্রসঙ্গ টানলেন মমতা

কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় বিরোধীদের তোপ, গঙ্গাসাগরের প্রসঙ্গ টানলেন মমতা

183 views
A+A-
Reset

কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার ১০ ঘণ্টা অতিক্রান্ত, এখনও চাপা আতঙ্কে ত্রিবেণী সঙ্গম। বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা, আহতদের সংখ্যা লাফিয়ে বাড়ছে। চারপাশে শুধুই হাহাকার আর কান্নার রোল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এর মধ্যেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।

মঙ্গলবার মৌনী অমাবস্যায় কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে, তা আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন রাজনৈতিক নেতারা। কুম্ভমেলার নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার উদাহরণ টেনে উত্তরপ্রদেশ সরকারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি যে, এত বিশাল জনসমাগমের জন্য সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রয়োজন। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।”

এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিরোধীদের দাবি, এত বড় ধর্মীয় অনুষ্ঠানের জন্য আরও আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল, যা করতে ব্যর্থ হয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.