প্রথম পাতা খবর আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় আদালতে দোষী সাব্যস্ত কুণাল ঘোষ! কিন্তু শাস্তি পেলেন না…

আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় আদালতে দোষী সাব্যস্ত কুণাল ঘোষ! কিন্তু শাস্তি পেলেন না…

282 views
A+A-
Reset

প্রেসিডেন্সি জেলে বন্দি থাকাকালীন ২০১৪ সালে আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ কিন্ত দোষীসাব্যস্ত কুণাল ঘোষকে কোনও শাস্তি দেবে না আদালত। বিচারক জানিয়ে দিয়েছেন, আত্মহত্যার চেষ্টা হয়েছিল। সিদ্ধান্ত সঠিক ছিল না। শাস্তি বিধান করব না।

শুক্রবার কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকারের পুলিশের দায়ের করা মামলাটির শুনানি ছিল। এমপি-এমএলএ আদালতে। সেই মামলার শুনানিতে বিচারপতি জানান, কোনও শাস্তি বিধান করব না। দোষী সাব্যস্ত করা সত্ত্বেও কুণালকে শাস্তি দেননি বিচারক৷ বরং তৃণমূল নেতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না। আপনি বিশিষ্ট সাংবাদিক। প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা আইনে লড়ুন এবং কাজ চালিয়ে যান।’ বিচারক জানিয়েছেন, আত্মহত্যার চেষ্টার জন্য কুণাল ঘোষকে আদালত যে তিরস্তার করল, সেটিই তাঁর শাস্তি৷

শুক্রবার আদালতের অর্ডারে জেল  কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্সি জেলে থাকাকালীন কুণাল ঘোষের জীবনের ঝুঁকি ছিল। খুনও হতে পারতেন। তাঁর যথাযথ নিরাপত্তা ছিল না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.