কুড়মি জনজাতিকে এসটি তালিকাভুক্ত করার দাবি। কুড়মি ভাষাকে অষ্টম তপশিলি ভাষা স্বীকৃতি দিতে হবে। আর এই সব দাবিতেই জায়গায় জায়গায় রেল অবরোধ। ঝাড়গ্রাম, পুরুলিয়া, খড়্গপুরে রেল অবরোধে সামিল হয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। রেল লাইনের উপর বসে পড়েছেন তাঁরা। অবরোধের জেরে ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বহু ট্রেন বাতিল করা হয়েছে। অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে ছোটনাগপুর কুড়মি মাহাতো সমাজ সংগঠন। কুড়মি জাতিকে এসটি তালিকাভুক্ত করা-সহ তিনটি দাবিকে সামনে রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ। সংগঠন জানিয়েছে, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা ও সারনা ধর্মের সরকারি কোড চালু করার দাবি রয়েছে আজকের এই আন্দোলনে।
এ দিকে, পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও অবরোধে নেমেছেন কুড়মিরা। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কুশতাঁড় স্টেশনে শুরু হয় রেল অবরোধ। রেল লাইনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। ফলে ব্যহত হয় পরিষেবা। বাতিল করা হয় বহু ট্রেন। শুধু রেল লাইন নয়, পাশেই ৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কুড়মি সমাজ। ফলে রেল পরিষেবার পাশাপাশি সড়ক পথ ও বন্ধ হয়ে যায়। একের পর এক দাঁড়িয়ে পড়ে বাস, ট্রাক, লরি, গাড়ি।
ঝাড়গ্রামের খেমাশুলিতেও চলছে রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ। অবরোধে সামিল হয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষরা। খড়গ্পুর গ্রামীণ এলাকার খেমাশুলি রেল স্টেশনে অবরোধে সামিল হয়েছেন বিক্ষোভকারী। অবরোধ করা হয়েছে ৬ নম্বর জাতীয় সড়কও। অবরোধের জেরে খড়গ্পুর-টাটা ডিভিশনে সমস্ত আপ ও ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। ৬ নম্বর জাতীয় সড়কেও ব্যাহত ট্রেন চলাচল।
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস