তফসিলি জনজাতির স্বীকৃতির দাবিতে ফের রেল অবরোধে নামল কুড়মি সমাজ। শনিবার সকাল থেকে ঝাড়খণ্ডের ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে অবরোধ শুরু করেন কুড়মি সংগঠনের সদস্যরা। এর জেরে বাতিল ও ঘুরপথে চালানো হচ্ছে একাধিক ট্রেন। তবে বাংলায় কোথাও রেল চলাচলে প্রভাব পড়েনি।
রেলপথে প্রভাব:
- ১২০১৯ হাওড়া–রাঁচি শতাব্দী এক্সপ্রেস আসানসোল–জয়চণ্ডী পাহাড়–রাঁচি হয়ে চলবে।
- ২২৩০৩ হাওড়া–গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল–ঝাঝা–কিউল–গয়া হয়ে ঘুরপথে চালানো হচ্ছে।
- ০৯৪৩৮ শিয়ালদহ–গান্ধীধাম এক্সপ্রেস বিশেষ আসানসোল–ঝাঝা–কিউল–গয়া হয়ে যাবে।
এছাড়া তিনটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে—
- ১৩৫৫৩ আসানসোল–বারানসী এক্সপ্রেস,
- ১৩৩১৯ দুমকা–রাঁচি এক্সপ্রেস (বরাকরে যাত্রা শেষ করবে),
- ১৩৫০৩ বর্ধমান–হাতিয়া মেমু এক্সপ্রেস।
বাংলায় পরিস্থিতি স্বাভাবিক
অবরোধ ঝাড়খণ্ডে হলেও বাংলার জঙ্গলমহলের চার জেলা—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল পর্যন্ত কোথাও জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা গ্রামীণ পথে অবরোধ হয়নি। রাত থেকেই বিভিন্ন স্টেশন ও সড়কে রেল ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। পুরুলিয়া এক্সপ্রেস ও রাঁচি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়েছে।
আইনি প্রেক্ষাপট
আদালতের রায় অনুযায়ী কুড়মিদের এই আন্দোলন অসাংবিধানিক ও বেআইনি। সেই কারণেই রেল ও রাজ্য পুলিশ সক্রিয় হয়ে অবরোধ রুখতে উদ্যোগী হয়েছে।
সার্বিক পরিস্থিতি
ঝাড়খণ্ডে অবরোধের জেরে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটলেও বাংলায় এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি। প্রশাসনের কড়া নজরদারি চলছে।