প্রথম পাতা খবর তফসিলি জনজাতির দাবিতে ঝাড়খণ্ডে কুড়মিদের রেল অবরোধ, বাংলায় স্বাভাবিক ট্রেন চলাচল

তফসিলি জনজাতির দাবিতে ঝাড়খণ্ডে কুড়মিদের রেল অবরোধ, বাংলায় স্বাভাবিক ট্রেন চলাচল

174 views
A+A-
Reset

তফসিলি জনজাতির স্বীকৃতির দাবিতে ফের রেল অবরোধে নামল কুড়মি সমাজ। শনিবার সকাল থেকে ঝাড়খণ্ডের ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে অবরোধ শুরু করেন কুড়মি সংগঠনের সদস্যরা। এর জেরে বাতিল ও ঘুরপথে চালানো হচ্ছে একাধিক ট্রেন। তবে বাংলায় কোথাও রেল চলাচলে প্রভাব পড়েনি।

রেলপথে প্রভাব:

  • ১২০১৯ হাওড়া–রাঁচি শতাব্দী এক্সপ্রেস আসানসোল–জয়চণ্ডী পাহাড়–রাঁচি হয়ে চলবে।
  • ২২৩০৩ হাওড়া–গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল–ঝাঝা–কিউল–গয়া হয়ে ঘুরপথে চালানো হচ্ছে।
  • ০৯৪৩৮ শিয়ালদহ–গান্ধীধাম এক্সপ্রেস বিশেষ আসানসোল–ঝাঝা–কিউল–গয়া হয়ে যাবে।

এছাড়া তিনটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে—

  • ১৩৫৫৩ আসানসোল–বারানসী এক্সপ্রেস,
  • ১৩৩১৯ দুমকা–রাঁচি এক্সপ্রেস (বরাকরে যাত্রা শেষ করবে),
  • ১৩৫০৩ বর্ধমান–হাতিয়া মেমু এক্সপ্রেস

বাংলায় পরিস্থিতি স্বাভাবিক

অবরোধ ঝাড়খণ্ডে হলেও বাংলার জঙ্গলমহলের চার জেলা—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল পর্যন্ত কোথাও জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা গ্রামীণ পথে অবরোধ হয়নি। রাত থেকেই বিভিন্ন স্টেশন ও সড়কে রেল ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। পুরুলিয়া এক্সপ্রেস ও রাঁচি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়েছে।

আইনি প্রেক্ষাপট

আদালতের রায় অনুযায়ী কুড়মিদের এই আন্দোলন অসাংবিধানিক ও বেআইনি। সেই কারণেই রেল ও রাজ্য পুলিশ সক্রিয় হয়ে অবরোধ রুখতে উদ্যোগী হয়েছে।

সার্বিক পরিস্থিতি

ঝাড়খণ্ডে অবরোধের জেরে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটলেও বাংলায় এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি। প্রশাসনের কড়া নজরদারি চলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.