ডেস্ক: লখিমপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত অবশেষে উত্তর প্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিলেন মন্ত্রী পুত্র আশিশ মিশ্র। তিনি নেপালে পালিয়েছেন বলে মনে করা হলেও তার আইনজীবীর কথামত শনিবারই উত্তর প্রদেশ ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র।
গতকাল সুপ্রিম কোর্ট তাঁকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে উত্তর প্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। গত পরশু আশিস মিশ্রর বাড়ির সামনে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছে। লখিমপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। ঘটনার দিন তিনিই গাড়িতে পিষে ৮ জনকে মেরেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে পুলিশ। তারপরেই দীর্ঘ ৫ দিন নিখোঁজ থাকার পর আজ নিজেই উত্তর প্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে ।
আরও পড়ুন: পুজোয় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টির পূর্বাভাস
আশিস মিশ্রের আইনজীবী অবধেশ কুমার এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা পুলিশের নোটিশকে সম্মান করি এবং তদন্তে সহযোগিতা করব। আজ পুলিশের সামনে হাজির হবেন আশীষ মিশ্র।’