প্রথম পাতা খবর জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি: লালু প্রসাদ যাদবকে স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট, চলবে বিচারপ্রক্রিয়া

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি: লালু প্রসাদ যাদবকে স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট, চলবে বিচারপ্রক্রিয়া

100 views
A+A-
Reset

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবকে কোনও স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৮ জুলাই) বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়ে দেয়, এখনই নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। সেইসঙ্গে লালুর আবেদনের নিষ্পত্তি করে জানানো হয়, মামলার বিচারে স্থগিতাদেশ দেবে না সুপ্রিম কোর্ট।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় জবালপুরের পশ্চিম মধ্য রেলের গ্রুপ-ডি নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। সিবিআইয়ের অভিযোগ, চাকরির বিনিময়ে প্রার্থীরা লালুর আত্মীয় বা ঘনিষ্ঠদের নামে জমি দান করেছেন বা হস্তান্তর করেছেন।

তবে আপাতত ব্যক্তিগতভাবে নিম্ন আদালতে হাজিরা থেকে লালু যাদবকে ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লি হাই কোর্টে তাঁর যেটি মামলা বিচারাধীন রয়েছে, তা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

আগামী ১২ আগস্ট দিল্লি হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। গত ২৯ মে দিল্লি হাই কোর্ট জানিয়েছিল, বিচার স্থগিত রাখার মতো কোনও কারণ তারা দেখছে না। ওই সময় সিবিআইকে নোটিসও পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত হাই কোর্টের পর্যবেক্ষণ মামলার মেরিটে প্রভাব ফেলবে না বলেও স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। সুতরাং দিল্লি হাই কোর্টের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.