প্রথম পাতা খবর রানিগঞ্জে পরিত্যক্ত কয়লা খনিতে ধস, উদ্বেগ স্থানীয়দের

রানিগঞ্জে পরিত্যক্ত কয়লা খনিতে ধস, উদ্বেগ স্থানীয়দের

131 views
A+A-
Reset

লাগাতার বৃষ্টির জেরে ফের ধস নামল রানিগঞ্জে। শুক্রবার ভোরে চলবলপুর গ্রামের কাছে পরিত্যক্ত কয়লা খনিতে ধস নামে। ধসের এলাকা থেকে রেললাইন মাত্র ৩০০ মিটার দূরে হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

ধস নেমেছে ইসিএলের বাদকুঠি বন্ধ খনির সুড়ঙ্গ থেকে। প্রায় ৪০ ফুট ব্যাসার্ধ এলাকা জুড়ে প্রায় ৫০ ফুট গভীরে জমি বসে যায়। আশপাশেই রয়েছে পুরনো বসতি—৫০টির বেশি পরিবার সেখানে বসবাস করে। ধসের জেরে আতঙ্কিত বাসিন্দারা অভিযোগ তুলেছেন, কয়লা উত্তোলনের পর খনিতে বালি না ভরার ফলেই বারবার এমন বিপদ ঘটছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসিএলের আধিকারিক ও নিমচা ফাঁড়ির পুলিশ। সরেজমিনে পরিদর্শনের পর ইসিএলের আধিকারিকদের দাবি, ধস মূলত খনির উপরের অংশে ঘটেছে। তবে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়নি বলেই জানিয়েছেন আসানসোল রেল ডিভিশনের পিআরও বিপ্লব বাউরি। তাঁর আশ্বাস, রেললাইনের নিচে কোনও সুড়ঙ্গ নেই, ফলে রেল চলাচল এখনই বিপদের মুখে নয়।

তবু স্থানীয় বাসিন্দারা চাইছেন স্থায়ী সমাধান। তাঁদের বক্তব্য, “প্রতিবার বৃষ্টি হলেই আতঙ্কে থাকতে হয়। সরকার ও ইসিএলকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.