প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম

ঝাড়গ্রাম: প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট রাজনীতিবিদ। উল্লেখযোগ্য ভাবে, গত লোকসভা ভোটের আগে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে।

কুনার হেমব্রম ২০১৯ সালে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ঝাড়গ্রামে তৃণমূলের আসন থেকে জয় ছিনিয়ে নেয় বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যা ঐতিহাসিকভাবে তৃণমূলের দখলে ছিল, সেখানে কুনারের প্রচেষ্টায় পদ্মফুল ফোটে। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী পরিবর্তন করে। এতে হতাশ হয়ে তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং পরে তৃণমূলে যোগদান করেন।

চলতি বছরের মে মাসে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় উপস্থিত ছিলেন কুনার। সেই সভামঞ্চ থেকেই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। যদিও ভোটের ময়দানে তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি, তবু তাঁর তৃণমূলে যোগদানের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচিত হয়।

কুনার হেমব্রমের রাজনৈতিক জীবনের শুরু হয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বের মাধ্যমে। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ঝাড়গ্রামের রাজনৈতিক নেতা-নেত্রীরা। তৃণমূল, বিজেপি সহ অন্যান্য দলের নেতা-কর্মীরাও তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক