রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পরিবর্তন করা হল। সরানো হল সঞ্জয় বসুকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী হিসাবে পরিচিত। এবার থেকে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনদের শপথগ্রহণ ঘিরে তৈরি হওয়া জটিলতার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল মানহানির মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী, কুণাল ঘোষ, সায়ন্তিকা ও আরও একজন। এতদিন এই মামলা দেখছিলেন সঞ্জয় বসু, তবে এবার ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ ফার্মের মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, সঞ্জয় বসুকে সরানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, রাজ্যপাল বিধায়কদের শপথগ্রহণে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন, তবে স্পিকারের উপস্থিতিতে তা হয়নি। শেষ পর্যন্ত স্পিকারই শপথ বাক্য পাঠ করান, যা নিয়ে রাজভবন মানহানির মামলা করে।