প্রথম পাতা খবর তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, নাফিসা আলি

তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, নাফিসা আলি

298 views
A+A-
Reset

ডেস্ক: গোয়ায় বড় চমক, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। শুক্রবার গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার।সকালে শুরুতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali Joins TMC in Goa)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রবীণ এই অভিনেত্রী৷ নাফিসা আলি ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷

আরও পড়ুন: বহিরাগত নই, আমি গোয়ার সন্তান: মমতা


মমতা বলেন, ”দেশের গর্ব লিয়েন্ডার পেজ। আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন। গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।” 
লিয়েন্ডার পেজ বলেন, “দিদি আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি যখন দেশের হয়ে টেনিস খেলেছি, সেই সময় দিদি ক্রীড়া মন্ত্রী ছিলেন। খুবই উৎসাহ দিতেন, খুবই এনকারেজিং তিনি। আমার দেশের জন্য গত ৩০ বছর বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি। দেশের হয়ে টেনিস খেলেছি। এখন টেনিস থেকে অবসর নেওয়ার পর এবার রাজনীতির মাধ্যমে আমি মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই।” 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.