স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে ঘিরে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে পৌঁছল। কলকাতা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় সফল হয়েও চাকরি না পাওয়া কিছু প্রার্থী। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে দেশের শীর্ষ আদালতে।
প্রসঙ্গত, ২৬ হাজার স্কুল শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন দেখে অসন্তোষ প্রকাশ করেন একাংশ বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁরা কলকাতা হাই কোর্টে মামলাও করেন। যদিও হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে জানিয়ে দেয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। বরং শূন্যপদ দ্রুত পূরণ করাই এখন অগ্রাধিকার।
তবে মামলাকারীদের দাবি, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া চললে, নিয়মও হওয়া উচিত সেই বছরের মতো। ২০২৫ সালের নতুন নিয়ম মেনে সেই নিয়োগ চালানো যুক্তিসঙ্গত নয়। তাঁরা প্রশ্ন তুলেছেন বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি এবং নম্বর নির্ধারণ সংক্রান্ত নীতির বিরুদ্ধেও।
তবে আদালতের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ে নির্দিষ্টভাবে বলা হয়নি যে ভবিষ্যতে শূন্যপদ বাড়ানো যাবে না বা নতুন নিয়োগ বিধি তৈরি করা যাবে না। আদালতের মতে, বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পরিবর্তন হয়েছে, তা সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ। সেই নির্দেশেই এখন মামলা গড়াল সুপ্রিম কোর্টে।