কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক: রাজ্যজুড়ে সকাল থেকেই বৃষ্টিপাত । তবে আগামী তিনদিন রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত চলবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভোর রাত থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বেগ কখনও বেড়েওছে। সকালেও চলছে বৃষ্টি। অনেক জায়গাতে রাতেও বৃষ্টি হয়েছে। সঙ্গে রয়েছে নিম্নচাপ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বেশ কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। সকালেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখন নিম্নচাপটি রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে। পশ্চিম রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এটি আবার ছুঁয়ে গিয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের নিম্নচাপকে। এর জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।


দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জেরে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও। বুধবার নদীয়া ও মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে পাঁচ দিনই ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর , মালদহ, দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ, একাধিক ক্ষেত্রে নিয়ম শিথিল হচ্ছে…


এ বছর দেশের অধিকাংশ এলাকাতেই বিস্তার হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকা ছাড়া দেশের সব অংশই কার্যত বর্ষামঙ্গল। আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও মধ্য ভারত এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। এদিকে বিহারে ভারী বর্ষণ হল জলস্তর বাড়বে সংলগ্ন রাজ্যের নদীগুলিতেও।


প্রসঙ্গত আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে