ডেস্ক: মেঘবৃষ্টির খেলার ফলে সর্বোচ্চ তাপমাত্রায় ব্যাপক পতন এসেছে। রবিবার থেকে বৃষ্টির মধ্যেই তাপমাত্রা কমেছে রেকর্ড হারে। এরই মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হতে পারে।
সপ্তাহের শুরুতেই সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। সারাদিন ভেজা ঠান্ডা। আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে বৃষ্টির ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে রেকর্ড হারে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। অন্য দিকে, জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে। রোদ নেই বলে সারাদিন ধরে হালকা কাঁপুনি ভাবও থাকছে। এই পরিস্থিতির কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে তফাৎটা অনেকটাই কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পূবালি বাতাস। তার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তৈরি হচ্ছে মেঘপুঞ্জ। যে কারণে সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ভোটের আগে বেইমানি করা কাউকে হাওড়ায় ঢুকতে দেবেন না, রাজীবকে হুঁশিয়ারি প্রসূনের
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, দুই বর্ধমান, বীরভূম, নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি। হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি।