আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গেল বাস্তবে। বৃহস্পতিবার দুপুর গড়াতেই একাধিক জেলায় নামে ঝড়-বৃষ্টি। সেইসঙ্গে বজ্রপাত। আর এই বজ্রপাতেই প্রাণ হারালেন বাংলার বিভিন্ন জেলার অন্তত ১৭ জন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
বাঁকুড়া জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। কোতুলপুর, ওন্দা, ইন্দাস, জয়পুর ও পাত্রসায়ের এলাকায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মাঠে ধান রোয়ার সময় বাজ পড়ে মারা যাওয়া খিরি গ্রামের জিয়াউল হক মোল্লা ও জয়পুরের উত্তম ভুঁইয়া। আহত হয়েছেন অন্তত দু’জন।
পূর্ব বর্ধমানেও ভয়াবহ পরিস্থিতি। ভাতার, মাধবডিহি, আউসগ্রাম, রায়না, মঙ্গলকোট, খণ্ডঘোষ, এবং গুসকরা মিলিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। অনেকেই মাঠে কাজ করার সময় বাজ পড়ে প্রাণ হারান। আহত হয়েছেন চার জন।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার লাহিরগঞ্জে বজ্রপাতে প্রাণ হারান লক্ষ্মীকান্ত পাণ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মারা যান কৃষক কমল সরকার এবং পুরুলিয়ার ঝালদার গুরিডিতে মৃত্যু হয়েছে সুমিত্রা মাহাতোর।