মেদিনীপুর: শনিবার রাজ্যের আট আসনে ভোট নেওয়া চলছে। এগুলির মধ্যেই রয়েছে মেদিনীপুর কেন্দ্রটি। এখানকার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে অগ্নিশর্মা মেজাজে দেখা গেল এ দিন। দিনভর দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী।
একটি বুথে পুলিশ ঢুকে ছিল বলে অভিযোগ। তিনি পুলিশকে বার করে দেন।। তার পর ওই বুথে বিজেপির এজেন্টকেও বসিয়ে দেন।
অগ্নিমিত্রা বলেন, ‘পুলিশ সাংঘাতিক রকমের নিকৃষ্টতম ব্যবহার করছে। পরশু রাত থেকে আমাদের কার্যকর্তাদের বাড়িতে হানি দেওয়া, তাঁদের গ্রেফতার করা…গতকাল সন্ধে থেকে গ্রেফতারি শুরু হয়ে গেছে। বুথ এজেন্টকেও গ্রেফতার করে নিয়েছে। গাড়ি গাড়ি পুলিশ গেছে। কেশিয়াড়ি, দাঁতনে গাড়ি গাড়ি পুলিশ গিয়ে কার্যকর্তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। বিষয়গুলি দিল্লিতে জানিয়েছি। পিএমও-তেও জানিয়েছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও জানিয়েছি।’
তবে বুথ থেকে বেরোলে বিজেপি প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। তাঁকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এর পর মেদিনীপুর শহরের বনপুরা এলাকায় দফায় দফায় বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা পাল। প্রথমে পুলিশ বেশি সংখ্যক গাড়ি রয়েছে বলে আটকায় মেদিনীপুরের বিজেপি প্রার্থীকে। এরপর তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রাকে ঘিরে ‘গো ব্যাক’, ‘জয় বাংলা’ স্লোগান দেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোট চলছে, বিজেপি প্রার্থী অশান্তি পাকাতে এসেছেন।
এর পর, খড়গপুর পুরসভা সংলগ্ন একটি বুথে পৌঁছতেই ফের একবার অগ্নিমিত্রা পালকে উদ্দেশ্যে করে ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের। সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউটের বুথে পৌঁছতেই উঠল স্লোগান।