কলকাতা: শেষ দফার রাজ্যের ন’টি আসনে জয় নিয়ে তিনি আশাবাদী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে জানিয়ে দিলেন সেকথাই।
শনিবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর দাবি, মানুষ ভোটবাক্সে কেন্দ্রের বঞ্চনার জবাব দেবেন। বলেন, “গত ৫ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মেছে মানুষের। ভোটবাক্সে তার প্রতিফলন ঘটছে। এবার প্রত্যাখানের ভোট হচ্ছে।”
শনিবার যে ন’টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে, সেগুলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিল তৃণমূল। এ ব্যাপারে তিনি বলেন, “শেষ ৬ দফায় ২৩ পার করে গেছি। আজ ৯ আসনেও আমরা আশাবাদী। এসব আসন পাব।”
ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদের কথায়, ‘‘নয়ে নয় নিয়ে আশাবাদী। আগের বারও জিতেছি। সারা বছর কাজ করেছি।’’