প্রথম পাতা খবর মমতা-অভিষেকে আস্থা বাংলার, বিজেপি-শুভেন্দুর স্বপ্নভঙ্গ

মমতা-অভিষেকে আস্থা বাংলার, বিজেপি-শুভেন্দুর স্বপ্নভঙ্গ

341 views
A+A-
Reset

কলকাতা: বাংলায় হতাশ হতে হল পদ্মশিবিরকে। লক্ষ্য তো পূরণ হল-ই না, একগুচ্ছ জেতা আসন হাতছাড়া হল বিজেপির। সবমিলিয়ে, ২০২১-এর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়েই আস্থা বাংলার।

ভোট মিটতেই বুথফেরত সমীক্ষাকে সামনে রেখে চুলচেরা বিশ্লেষণে নেমেছিল সংবাদ মাধ্যম। কেই-ই বাংলার ৪২ আসনে বিজেপির থেকে এগিয়ে রাখেনি তৃণমূলকে। আজ ভোটের ফলাফল প্রকাশের দিনে বাংলায় বিজেপি বা আরও স্পষ্ট করে বললে শুভেন্দু অধিকারীর এই বিপর্যয়ের কারণ খোঁজার কাজ চলছে। কারণ, লোকসভা ভোটের প্রচারেও তিনি বলে বেড়াচ্ছিলেন, এ বার ৩০টা আসনে জিতলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন (মুখ্যমন্ত্রী) করবেন!

গত বার (২০১৯) যেখানে ২২ আসনেই থেমে যেতে হয়েছিল তৃণমূলকে, সেখানে এ বার ৩০ ছুঁয়ে ফেলার প্রায় সম্ভাবনা দেখা দিয়েছে। মমতার লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, দুয়ারে সরকার তো আছেই, একই সঙ্গে একশো দিনের কাজ-সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রতি বঞ্চনা, রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার, শুধুমাত্র সরকারে বসার লক্ষ্যে ভোটে জিতে ক্ষমতায় আসা একটা সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত, ইত্যাদি বিষয়গুলি ব্যুমেরাং হয়ে ফিরে গিয়েছে বিজেপির দিকেই।

এ দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়ী/এগিয়ে তৃণমূল। যেখানে বিজেপির ঝুলিতে যেতে পারে ১২টি আসন। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই রাজ্যে একাধিকবার পা রেখেছেন নরেন্দ্র মোদী। রাজ্যে একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জন্য সভা করেছেন। লাগাতার প্রচার করার পরেও বঙ্গে নাস্তানাবুদ হতে হল বিজেপিকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.