শহরে মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি। ছবি: রাজীব বসু
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ, বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। তার জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালেই নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে অবস্থান করছে সাগর দ্বীপ থেকে প্রায় ১০০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে। দিঘা থেকে ১৩০ কিমি ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২১০ কিমি দূরে এটি অবস্থান করছে।
বিকেলের মধ্যেই এই নিম্নচাপ সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে হতে পারে ৭–২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি।
উত্তরবঙ্গেও চলছে সতর্কতা। আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা, প্রবল বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে রবিবার পর্যন্ত থাকতে পারে অতি ভারী বৃষ্টি। ঝড় বইতে পারে ঘণ্টায় ৪০–৬০ কিমি বেগে।
উপকূলে সমুদ্র উত্তাল থাকবে, হাওয়া বইবে ঘণ্টায় ৪৫–৬৫ কিমির গতিতে। ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। বর্ষা কবে ঢুকবে তা অনেকটাই নির্ভর করছে এই নিম্নচাপ পরিস্থিতির উপর।