বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর সরাসরি প্রভাব যদিও পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবু আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। আগামী দু’দিনে তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় অবস্থায় রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদে রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে বুধবার পর্যন্ত সতর্কতা জারি হয়েছে। ঝাড়গ্রামে সোমবার-মঙ্গলবার এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে টানা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত, কালিম্পঙে সোমবার পর্যন্ত, আর দার্জিলিং ও জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, নতুন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।