196
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এগিয়ে চলেছে উপকূলের দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই—বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
সাধারণ মানুষকে বিশেষ করে মৎস্যজীবীদের সমুদ্রের দিকে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন।