প্রথম পাতা খবর ৫ রাজ্যের ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

৫ রাজ্যের ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

648 views
A+A-
Reset

কলকাতা: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই বড়ো ধাক্কা এলপিজি গ্যাসের দামে। শুক্রবার (১ ডিসেম্বর) ১৯ কেজির প্রতি সিলিন্ডারে ২১ টাকা করে দাম বেড়েছে। তবে ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মৃল্য়বৃদ্ধির পর দেশের ৪ শহরে ১৯ কেজি সিলিন্ডারের দাম

দিল্লি: ১৭৯৬.৫০ টাকা

কলকাতা: ১৯০৮.০০ টাকা

মুম্বই: ১৭৪৯.০০ টাকা

চেন্নাই: ১৯৬৮.৫০ টাকা

দেশে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১ ডিসেম্বর থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও ১৪.২ কেজিতে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে রাজধানী দিল্লিতে এখন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। কলকাতায় সিলিন্ডার প্রতি দাম ৯২৯ টাকা।

এমনিতে প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের সংশোধিত দাম প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। তবে ১৬ নভেম্বর বাণিজ্য়িক সিলিন্ডার প্রতি ৫৭.৫০ টাকা করে দাম কমানো হয়েছিল। গতকালই রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম এবং তেলঙ্গনার বিধানসভা ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। পর দিনই এলপিজির মৃল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে চাপানউতোর রাজনৈতিক মহলেও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.