প্রথম পাতা খবর আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কোথায়, কখন দেখবেন?

আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কোথায়, কখন দেখবেন?

247 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে। কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত থেকেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে।

এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, উত্তর ও পূর্ব ইউরোপের কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার অধিকাংশ মানুষ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে। তবে ভারতের সব জায়গা থেকে পুরো গ্রহণ দেখা যাবে না। ভারতে শুধুমাত্র উত্তর-পূর্ব রাজ্যগুলিই এর কিছু অংশ দেখতে পাবে। ইটানগর, গুয়াহাটি, শিলিগুড়ি, কলকাতা এবং ভুবনেশ্বরে গ্রহণের সম্পূর্ণ সময় দেখা যাবে। দিল্লি, শ্রীনগর, চেন্নাই, গান্ধীনগর এবং মুম্বই আংশিক গ্রহণ দেখতে পাবে।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিটে গ্রহণ শুরু হবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ২৭ মিনিট। কোচবিহারে বিকেল ৪টে ৪২ মিনিটে গ্রহণ শুরু হবে। ১ ঘণ্টা ৩৭ মিনিট দেখা যাবে গ্রহণ। দার্জিলিংয়ে বিকেল ৪টে ৪৬ মিনিটে গ্রহণ শুরু হবে। ১ ঘণ্টা ৩৩ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে। মুর্শিদাবাদে বিকেল ৪টে ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। ১ ঘণ্টা ৩০ মিনিট গ্রহণ দেখা যাবে।

এ ছাড়াও দিল্লিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৫টা ২৮ মিনিটে গ্রহণ দেখা যাবে। সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে। গ্রহণ চলবে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। দিল্লির মতো মুম্বইয়েও আংশিক গ্রহণ দেখার সুযোগ মিলবে। বাণিজ্যনগরীতে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভালো দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে। নাগপুরে আংশিক গ্রহণ শুরু হবে বিকে ৫টা ৩২ মিনিটে। গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.