মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় নতুন মোড়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত টানাপোড়েনের জেরেই প্রাণ হারাল উত্তরপ্রদেশের বস্তী জেলার যুবক সচিদানন্দ মিশ্র। মৃতের সঙ্গে স্থানীয় এক গৃহবধূর ইনস্টাগ্রামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সূত্রে এর আগে একাধিকবার মধ্যমগ্রামে এসেছিল সে। ঘটনার দু’দিন আগে ফের এখানে আসে সচিদানন্দ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দেবীগড়ের একটি ফাঁকা জায়গায় বসে কী করছিল সচিদানন্দ, তা স্পষ্ট নয়। প্রেমিকা না তাঁর স্বামী— কারও বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল কি না, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, “ব্যক্তিগত টানাপোড়েনের কারণেই যুবক এখানে এসেছিল। তবে পুরো ঘটনার বিশদ তদন্ত চলছে।”
জানা গিয়েছে, সচিদানন্দের আইটি আই ফিটার ডিগ্রি ছিল এবং পলিটেকনিক পড়াশোনাও শেষ করেছিল। পুলিশের দাবি, সম্ভবত ব্যক্তিগত আক্রোশ থেকেই যুবক ওই এলাকায় বিস্ফোরক নিয়ে এসেছিল। তবে কার উদ্দেশ্যে বা কীভাবে তা ব্যবহার করতে চাইছিল, সেই উত্তর এখনও অধরা।
ফলে, প্রেম, প্রতিশোধ নাকি অন্য কোনও ষড়যন্ত্র— সবকিছুর দিকেই নজর রাখছে পুলিশ।