প্রথম পাতা খবর মাধ্যমিক ২০২৬: ফেব্রুয়ারির গোড়াতেই শুরু, প্রকাশিত হল রুটিন

মাধ্যমিক ২০২৬: ফেব্রুয়ারির গোড়াতেই শুরু, প্রকাশিত হল রুটিন

333 views
A+A-
Reset

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা এবার আরও এগিয়ে এল। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করল দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন। আগামী বছর ২ ফেব্রুয়ারি, সোমবার থেকেই শুরু হয়ে যাবে পরীক্ষা।

রুটিন একনজরে:

  • ২ ফেব্রুয়ারি (সোমবার) – প্রথম ভাষা
  • ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) – দ্বিতীয় ভাষা
  • ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) – ইতিহাস
  • ৭ ফেব্রুয়ারি (শনিবার) – ভূগোল
  • ৯ ফেব্রুয়ারি (সোমবার) – গণিত
  • ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) – ভৌত বিজ্ঞান
  • ১১ ফেব্রুয়ারি (বুধবার) – জীবন বিজ্ঞান
  • ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) – অতিরিক্ত বিষয়

শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে।

পরীক্ষা শুরু: সকাল ১০:৪৫ | লেখা শুরু: ১১টা | শেষ: দুপুর ২টো
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র দেখার সময়।

বিধানসভা ভোট মাথায় রেখেই পরীক্ষার দিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে টেস্ট পরীক্ষা এবং প্রস্তুতির সময়ও কমে যাওয়ার আশঙ্কা করছেন বহু পড়ুয়া ও অভিভাবক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.