প্রথম পাতা খবর কবে থেকে মিলবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জানাল পর্ষদ

কবে থেকে মিলবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জানাল পর্ষদ

18 views
A+A-
Reset

এ বছর এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে। মূল উত্তর লেখা শুরু হবে সকাল ১১টা থেকে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর—অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ২০ জানুয়ারি (মঙ্গলবার)। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে। তবে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিজ নিজ স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই নিতে হবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে পরীক্ষায় বসার জন্য প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী নথিভুক্ত হয়েছে।

পর্ষদ ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। যদিও ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা)—এই তিন বিষয়ের পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। প্রথম ভাষার পরীক্ষায় বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ১১টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা অথবা নেপালি—এই তিনটির মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারবে।

বিশেষ বিষয়গুলির পরীক্ষার সময়সূচিও স্পষ্ট করেছে পর্ষদ। মিউজ়িক (ভোকাল ও ইন্সট্রুমেন্টাল) বিষয়ের পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিটকম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের থিয়োরি পরীক্ষার সময় ২ ঘণ্টা ৪৫ মিনিট। ভোকেশনাল বিষয়গুলির জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট

পর্ষদের তরফে পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে সময়মতো অ্যাডমিট কার্ড সংগ্রহ করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা ভালোভাবে দেখে নেওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.