226
কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের প্রায় ১০ লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় বসছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “পরীক্ষার্থীরা যেন আত্মবিশ্বাস রেখে পরীক্ষা দেয় এবং কোনও বিভ্রান্তিতে না পড়ে।” তিনি আরও জানিয়েছেন, “প্রশাসনের তরফ থেকে পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”