প্রথম পাতা খবর মাধ্যমিকের ফল প্রকাশ, ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম আদৃত সরকার

মাধ্যমিকের ফল প্রকাশ, ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম আদৃত সরকার

241 views
A+A-
Reset

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল আজ, শুক্রবার (২ মে)। এ বার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। প্রথম দশে স্থান পেয়েছে ৬৬ জন পরীক্ষার্থী।

প্রথম স্থান: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকার (নম্বর: ৬৯৬, শতাংশ: ৯৯.৪৬%)

দ্বিতীয় স্থান:

  • অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ) – ৬৯৪
  • সৌম্য পাল (বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল) – ৬৯৪

তৃতীয় স্থান:

  • ঈশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া) – ৬৯৩

প্রথম দশে স্থান পাওয়া ছাত্রছাত্রীদের অধিকাংশই পূর্ব ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। শীর্ষে উঠে এসেছে রামকৃষ্ণ মিশনের একাধিক ছাত্রছাত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.