আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা হল দেবীপক্ষের। ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার, নিমতলা ঘাটে সকাল থেকেই পিতৃতর্পণ চলছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেও একই ছবি ধরা পড়েছে।
সনাতন ধর্মমতে, পিতৃপুরুষদের স্মরণ করা হয় মহালয়ার এই দিনে। ১৫ দিনের পিতৃপক্ষের শেষে আসে ‘মহালয়া’। বিশ্বাস, এই সময়ে পিতৃলোক থেকে পূর্বপুরুষরা মর্ত্যলোকে এসে নিজের পরিজনদের সঙ্গে বসবাস করেন। এরপর তাঁরা ফিরে যান পিতৃলোকে। প্রয়াত পরিজনদের আত্মার এই সমাবেশকে বলা হয় ‘মহান লয়’। সেখান থেকেই ‘মহালয়া’ শব্দটির উৎপত্তি।
তর্পণের ভিড় সামলাতে ভোর থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে অতিরিক্ত ফোর্স। গঙ্গাবক্ষে টহল দিয়েছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পুণ্যলগ্নে তাই ভক্তদের নিরাপত্তায় নজরদারি ছিল সর্বত্র।