প্রথম পাতা খবর ‘এ বার আমাকে হয়রানির জন্য সিবিআই পাঠানো হবে’: সাংসদপদ খারিজের পর বিস্ফোরক মহুয়া মৈত্র

‘এ বার আমাকে হয়রানির জন্য সিবিআই পাঠানো হবে’: সাংসদপদ খারিজের পর বিস্ফোরক মহুয়া মৈত্র

457 views
A+A-
Reset

নয়াদিল্লি: সাংসদ পদ খারিজের পরে, শুক্রবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সিবিআই-এর মাধ্যমে সম্ভাব্য “হয়রানি” সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। মহুয়া বলেন, “আগামীকাল সিবিআইকে আমার বাড়িতে পাঠানো হবে, এ ব্য়াপারে আমি নিশ্চিত। তারা আমাকে আগামী ছ’মাস ধরে হেনস্থা করবে।”

বহিষ্কারের সিদ্ধান্তের পর লোকসভার বাইরে মহুয়ার হুঙ্কার, “আমি ফিরব, শেষ দেখে ছাড়ব।” তিনি বলেন, ‘‘মোদী সরকার যদি ভেবে থাকে, আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল ভাবছে।’’

অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে এথিক্স কমিটি। শুক্রবার লোকসভায় কমিটির রিপোর্ট পেশ হয়। সুপারিশ মতোই তাঁর সাংসদপদ খারিজ করা হয়।

এ প্রসঙ্গে মহুয়া বলেন, ‘‘লোকসভার এথিক্স কমিটিতে ‘এথিক্স’ বলে কিছু অবশিষ্ট নেই। তারা সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হল, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস। আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি বা কোনও উপহার নিয়েছি, তার কোনও প্রমাণ নেই।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.