প্রথম পাতা খবর বলতেই দেওয়া হল না, এথিক্স কমিটির সুপারিশ মেনে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ

বলতেই দেওয়া হল না, এথিক্স কমিটির সুপারিশ মেনে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ

422 views
A+A-
Reset

নয়াদিল্লি: এথিক্স কমিটির সুপারিশ মতোই খারিজ হল মহুয়া মৈত্রের সাংসদ পদ। শুক্রবার এ বিষয়ে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করান লোকসভার স্পিকার।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হল না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। লোকসভায় হাতজোড় করে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, “মহুয়া মৈত্রকে বলতে দেওয়া হোক।” এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। কিন্তু, তাঁর আর্জি খারিজ করে দিলেন স্পিকার ওম বিড়লা। এ দিন সংসদে মহুয়াকে বলার সুযোগ দেওয়া হল না।

মহুয়াকে নিজের স্বপক্ষে বলতে না দেওয়া প্রসঙ্গে বিজেপির তরফে সাংসদ অপরাজিতা সরঙ্গি বলেন, ‘‘মহুয়াকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি সুযোগ পেলেও তখন কিছু বলেননি। ওয়াক আউট করে গিয়েছিলেন।’’

এ দিকে, বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন মহুয়া। জানান, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই তাঁর বিরুদ্ধে পদক্ষের করেছে এবং শাস্তি নিশ্চিত করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই কোথায়। তিনি বলেন, ‘‘মোদী সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছ’মাসও হেনস্থা করা হবে।’’

এই সংক্রান্ত প্রতিবেদন পড়ুন এখানে: মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ হতেই সংসদে তুমুল হট্টগোল, ‘যথাযথ পদ্ধতি’ না মানার অভিযোগ কংগ্রেসের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.