আজ, মঙ্গলবার, পৌষ মাসের শেষ দিন ‘মকর সংক্রান্তি’ পালিত হচ্ছে সারা দেশে। এই বিশেষ দিনে প্রয়াগ থেকে গঙ্গাসাগর পর্যন্ত পূণ্যার্থীদের ঢল নেমেছে। ভোর থেকেই শুরু হয়েছে গঙ্গাস্নান।
গঙ্গাসাগরে পূণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। নির্দিষ্ট স্নানঘাটগুলোতে ভোর থেকে বহু মানুষ অপেক্ষা করছিলেন। ডুব দিয়ে পবিত্র গঙ্গাস্নান সারছেন তাঁরা। অনেকেই খোলা আকাশের নিচে রাত থেকে অপেক্ষা করেছেন।
সাগরমেলায় মধ্যরাত থেকেই রঙিন আলোয় সেজে উঠেছে পুরো এলাকা। ১ থেকে ৬ নম্বর স্নানঘাটজুড়ে ছিল পূণ্যার্থীদের উপচে পড়া ভিড়। যদিও গত দু’দিনের তুলনায় ঠাণ্ডা কিছুটা কমেছে, তবে উত্তুরে হাওয়ায় পূণ্যার্থীদের বেশ কষ্ট পোহাতে হচ্ছে।
স্নানের পাশাপাশি, মকর সংক্রান্তিকে ঘিরে গঙ্গাসাগরে উদযাপন এবং আচার-অনুষ্ঠান চলছে। এই বিশেষ দিনে গঙ্গাসাগরের পরিবেশ এক আনন্দমুখর ছবি তুলে ধরেছে।