প্রথম পাতা খবর মালবাজারের হড়পা বানকাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মালবাজারের হড়পা বানকাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

245 views
A+A-
Reset

কলকাতা: মালবাজারের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সম পরিমাণ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের।

মালবাজারের মাল নদীতে বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে মৃত্যু হয়েছে আট জনের। তাই মন বিষাদে ভরে উঠেছে সকলের। প্রাকৃতিক বিপর্যয় হলেও ভয়াবহ দুর্ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

বৃহস্পতিবার টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানে বিপর্যয় হয়েছে। আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই মুহূর্তে এনডিআরএফ, এসডিআরএফ এখনও খোঁজ এবং তল্লাশি কার্য চালিয়ে যাচ্ছেন। ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।’ পাশাপাশি এই ঘটনার পর কোনও প্রয়োজনে, দুটি জরুরি ফোন নাম্বারও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। হেল্পলাইন নাম্বার দুটি হল ০৩৫৬১ ২৩০ ৭৮০ এবং ৯০৭৩৯ ৩৬৮১৫ ।

আরও পড়ুন: প্রতিমা নিরঞ্জনের সময়ে মাল নদীতে হড়পা বানে মৃত ৮, উঠছে প্রশ্ন

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.