মাটিয়া ও মালদার ইংরেজবাজার ধর্ষণ-কাণ্ডে তাৎপর্যপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই ধর্ষণ মামলার তদন্ত রাজ্য পুলিশের উপরেই ন্যস্ত করেছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত তদন্তে কোনও গাফিলতি নজরে আসছে না। তাই রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারে।
সোমবার এই মামলার শুনানিতে আদালত আরও বলে, আগামিদিনে এই দু’টি ঘটনার তদন্তের গতিপ্রকৃতির উপর নজর রাখা হবে। যদি মামলাকারী কোনও পুলিশের বড় অধিকারিককে শীর্ষে রেখে তদন্ত করাতে চায়, তবেও আপত্তি নেই আদালতের।
এক্ষেত্রে ওই পুলিশকর্তার নাম মামলাকারীকে জানাতে হবে। আদালত বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার মাটিয়া ও মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকায় ধর্ষণ-কাণ্ডে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। পরে দু’টি মামলার শুনানি একত্রে শুরু হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
সোমবার শুনানি চলাকালীন আদালত স্পষ্ট করে দেয় রাজ্য পুলিশের তদন্তে কোনও গাফিলতি নেই। যদিও মামলাকারীদের দাবি ছিল দু’টি ঘটনারই তদন্ত করুক সিবিআই। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ এপ্রিল।