নয়াদিল্লি: কংগ্রেসের সভাপতি নির্বাচনে জয়ী হলেন প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। শশী থারুরকে হারিয়ে খাড়গের দলের প্রধান নির্বাচিত হওয়ার মাধ্যমেই দীর্ঘ ২৪ বছর পর কোনো অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস।
সূত্রের খবর, মোট ৯,৩৮৫টি ভোটের মধ্যে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭,৮৯৭টি। অন্য দিকে, শশী থারুরের পক্ষে পড়েছে ১,০৭২টি ভোট। ৪১৬ ভোট বাতিল করা হয়েছে।
It is a great honour & a huge responsibility to be President of @INCIndia &I wish @Kharge ji all success in that task. It was a privilege to have received the support of over a thousand colleagues,& to carry the hopes& aspirations of so many well-wishers of Congress across India. pic.twitter.com/NistXfQGN1
এই পরিসংখ্যানেই স্পষ্ট, কংগ্রেস সভাপতি নির্বাচনী বিপুল ভোটে জয়ী হলেন খাড়গে। ফলে সীতারাম কেশরীর পর ফের গান্ধী পরিবারের বাইরের কেউ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের সভাপতি হলেন।