প্রথম পাতা খবর কালীঘাটে হঠাৎ মমতা-অভিষেক জরুরি বৈঠক, কিন্ত কেন!

কালীঘাটে হঠাৎ মমতা-অভিষেক জরুরি বৈঠক, কিন্ত কেন!

431 views
A+A-
Reset

সোমের সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ঠিক কী, সেটা এখনও পরিস্কার নয়। তবে মনে করা হচ্ছে রাজ্যের পুরসভাগুলির চেয়ারপার্সন নির্বাচন একটা অন্যতম বিষয়।

রাজ্যের ১০৮ পুরসভায় নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ফলাফল প্রকাশ হলেও এখনও পুরসভাগুলির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতির মধ্যেই সোমবার বৈঠকে বসলেন মমতা ও অভিষেক। মূলত পুরসভাগুলির চেয়ারম্যান বাছাই নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে পুরসভা নিয়ে আলোচনার পাশাপাশি আরও বেশ কিছু সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

মাঝে বেশ কিছু বিষয় নিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে কিছুটা মতান্তর ও দূরত্ত্ব তৈরি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই রাজ্য রাজনৈতিক মহল মনে করছিল। সেই পরিস্থিতিতে অনেকদিন পর ফের একবার একান্ত বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সোমবার বিকেলে কালীঘাটে প্রায় আধ ঘণ্টা আলোচনা হয় মমতা ও অভিষেকের মধ্যে। তৃণমূলের অন্দরের খবর ছিল, রাজ্যের ১০৮ পুরসভায় চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হবে সোমবার। কিন্তু শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যা পর্যন্তও এই ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে কোথাও কোথাও জটিলতা রয়েছে। তাই মনে করা হচ্ছে, সেই সব বিষয় নিয়েই মমতা ও অভিষেকের মধ্যে আলোচনা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.