প্রথম পাতা খবর এসআইআর নিয়ে ফের গর্জে উঠলেন মমতা, বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

এসআইআর নিয়ে ফের গর্জে উঠলেন মমতা, বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

119 views
A+A-
Reset

ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রকল্পকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, SIR-এর আড়ালে এনআরসির চক্রান্ত চলছে। তাঁর হুঁশিয়ারি, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে। এনআরসি মানছি না, মানব না।”

তিনি আরও জানান, বাংলার নির্বাচিত প্রতিনিধিদের কাছে অসম সরকারের তরফে পাঠানো এনআরসি সংক্রান্ত নোটিস বেআইনি ও অসাংবিধানিক। এন ধরনের কোনও নোটিস ভবিষ্যতে এলে, তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘২৬-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাঙালি জাতিসত্তার আবেগকে হাতিয়ার করলেন মমতা। তিনি বলেন, “ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা, আপনাকেই রক্ষা করতে হবে। একটিও নাম যেন বাদ না যায়।”

বাংলা ভাষার উপর ‘আক্রমণ’-এর প্রতিবাদেও সরব হন তিনি। বলেন, “রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র কোন ভাষায় লেখা? বাংলা ছাড়া ভারত হয় না, বিশ্ব হয় না।”

অন্য রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বা রোহিঙ্গা বলে তকমা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলার শ্রমিকদের ফিরিয়ে আনুন। এটাই আপনার ঠিকানা, আপনার গর্ব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.