প্রথম পাতা খবর লন্ডনে শিল্প বৈঠকে মমতা, বাংলায় বিনিয়োগের আহ্বান

লন্ডনে শিল্প বৈঠকে মমতা, বাংলায় বিনিয়োগের আহ্বান

266 views
A+A-
Reset

লন্ডনে অনুষ্ঠিত বঙ্গশিল্প সম্মেলনে বাংলার বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভারতীয় দূতাবাসের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মঙ্গলবার তিনি শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে ব্রিটেনের বণিক মহলের উদ্দেশে তিনি বাংলার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশের দিক তুলে ধরেন।

মমতা বলেন, বাংলায় টেনশন নেই, স্ট্রেস নেই। যেখানে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৩৭ শতাংশ, বাংলায় তা ৬.৮০ শতাংশ। বেকারত্ব যেখানে জাতীয় স্তরে বাড়ছে, আমরা তা ৪৭ শতাংশ কমাতে পেরেছি। তিনি ডেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের কথা উল্লেখ করে জানান, এই প্রকল্পের কাজ শেষ হলে আগামী ১০০ বছর বিদ্যুৎ নিয়ে কোনও চিন্তা থাকবে না।

বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাজ্যে ছ’টি শিল্প করিডর তৈরির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শ্রমদিবস নষ্ট হওয়ার প্রসঙ্গে বাম শাসনের ধর্মঘটের সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, আমরা বন্‌ধের সংস্কৃতি বন্ধ করেছি, এখন আর বাংলায় কোনও শ্রমদিবস নষ্ট হয় না।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গেও বাংলাকে এগিয়ে রাখেন মমতা। তিনি বলেন, আমাদের দলে ৩৯ শতাংশ মহিলা সাংসদ রয়েছেন, যা অনেকের চেয়ে বেশি। পাশাপাশি বাংলায় ক্যাশ ফ্লো নিয়ে কোনও সমস্যা নেই বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন তিনি।

মমতা তাঁর বক্তব্য শেষ করেন তিনবার থ্যাঙ্ক ইউ বলে, যার পর সভায় হাততালির ঝড় ওঠে। শিল্প সম্মেলনের পর মুখ্যমন্ত্রী নেমে পড়েন লন্ডনের রাস্তায়, হাঁটতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.