মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের

কলকাতা: প্রাক্তন বিচারপতি এবং এ বারের লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের অভিযোগে তাঁক শোকজ করা হয়েছে।

অভিজিৎ বলেছিলেন, ‘২ হাজার টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও?’

এই মন্তব্যের প্রতিবাদে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসাবে প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।

সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব তলব করেছে নির্বাচন কমিশন। ২০ মে বিকেল ৫টার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব তলব করা হয়েছে। কমিশন বলেছে, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে ধরে নেওয়া হবে যে আপনার কিছু বলার নেই। তখন নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা বা সিদ্ধান্ত জানাবে’

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে