কলকাতা: শহিদ মিনার চত্ত্বর জুড়ে সরগরম পরিস্থিতি। শাসকদলের পতাকায় ঢেকেছে রেড রোড, মেয়ো রোড।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ ধরনা মঞ্চে প্রবেশ করার কথা মুখ্যমন্ত্রীর। আজ দুপুর ১২টা থেকে আগামীকাল পর্যন্ত টানা সেখানেই থাকবেন মমতা।
এ ছাড়া আজ ধর্মতলার শহিদ মিনারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। দুপুর ২টো থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। উল্লেখযোগ্য ভাবে, অভিষেকের সভাস্থল থেকে কিছু দূরেই সভা রয়েছে ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধরনা মঞ্চ।
অন্যদিকে, এ দিন কেন্দ্রীয় সরকার বিরোধী মিছিল রয়েছে বামেদের। বিকেল ৩টে থেকে মৌলালি থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে। অংশ নেবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।