প্রথম পাতা খবর পুজোর মরসুমে ডিভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার

পুজোর মরসুমে ডিভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার

42 views
A+A-
Reset

দুর্গাপুজোর আনন্দোৎসব শেষ হতেই ডিভিসি (Damodar Valley Corporation)-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ডিভিসি একতরফা ভাবে বাঁধ থেকে ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে, ফলে বাংলার কয়েক লক্ষ মানুষ ‘তাৎক্ষণিক বিপদের মধ্যে’ পড়েছেন।

শুক্রবার সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে, ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনও আগাম বার্তা না-দিয়ে ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছেন।”

কেন্দ্রীয় সংস্থার উদ্দেশে তাঁর আরও মন্তব্য,“এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,“অবহিত না-করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে। অশুভের উপর জয়লাভ করবে শুভ।”

পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন— “জয় মা দুর্গা”।

এর আগেও বর্ষার মরসুমে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডিভিসির ভূমিকার সমালোচনা করেছিলেন। তখনও তিনি অভিযোগ করেছিলেন, ডিভিসির একতরফা পদক্ষেপই রাজ্যে বন্যার জন্য দায়ী। এ বার দুর্গাপুজোর মরসুমে সরাসরি ‘চক্রান্ত’-এর অভিযোগ আনলেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.