মেঘালয়ে ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। প্রচারে কোনো খুঁত রাখতে চাইছে না এই মুহূর্তে সেরাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। ফের মেঘালয়ে ভোটপ্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গ থেকেই মেঘালয়ে যাবেন মমতা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। নির্বাচনী জনসভার পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনাও সেরে নিতে চান মমতা।
শোনা যাচ্ছে, আগামী ২১ ফেব্রুয়ারি কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠান শেষ করেই উত্তরবঙ্গে রওনা হবেন মুখ্যমন্ত্রী। পর দিন বাগডোগরা বিমানবন্দর থেকে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। এক দিনের মেঘালয় সফরে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচার করবেন তিনি। মেঘালয়ের ভোটপ্রচার শেষ করে আবার উত্তরবঙ্গেই ফিরে আসবেন। এই সফরে পাহাড়েও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মেঘালয়ে ক্ষমতা দখলের সম্ভাবনা দেখছে তৃণমূল। ৬০ আসন সংখ্যা বিশিষ্ট মেঘালয় বিধানসভায় ৫৫টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তাই প্রচারে নিজেদের সর্বস্ব ঢেলে দিতে চাইছে ঘাসফুল শিবির। টানা পাঁচদিন মেঘালয়ে থাকার কথা অভিষেকের। সম্ভবত ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেঘালয়ে থাকতে পারেন অভিষেক। সেখানে একাধিক জনসভা, রোড শো এবং সাংগঠনিক বৈঠক করতে পারেন তিনি।