কলকাতা: নয়াদিল্লিতে ফের মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী-মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ জুলাই নীতি আয়োগের ‘গভর্নিং কাউন্সিলে’র বৈঠক রয়েছে। সেখানেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখি আসতে চলেছেন বলে সূত্রের খবর।
এর আগে, গত মার্চ মাসে কলকাতার রাজ ভবনে মোদী – মমতা সাক্ষাৎ হয়েছিল। তবে সেই সাক্ষাৎকে প্রোটোকল রক্ষা বলেই ব্যাখ্যা করা হয়। এবার এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিরোধী জোটের মধ্যে সমন্বয়ের উদ্দেশে বৈঠকের এক-দুদিন আগেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা।
মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সময় সংসদের বাজেট অধিবেশনও চলবে। সংসদ ভবনেও যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। নতুন ফৌজদারি আইন থেকে রাজ্যের বকেয়া, সিবিআই-ইডির মতো এজেন্সির অপব্যবহারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাতের অভিযোগের মতো ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রীরা সরব হতে পারেন বলেই খবর।