গঙ্গাসাগর মেলার আগে এলাকা পরিদর্শনে গিয়ে বাংলাদেশের কারাগারে দিন কাটিয়ে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের জেলে মৎস্যজীবীদের মারধরের শিকার হতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “চোখে জল এসে যাওয়ার মতো ঘটনা। আমরা সরকারে আসার পরে মৎস্যজীবীদের কার্ড দিয়েছিলাম। সেই কার্ডের মাধ্যমে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে।”
মমতা আরও জানান, এক মৎস্যজীবী জলে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিলেন। তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি ৯৫ জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।
মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ হিসাবে মুখ্যমন্ত্রী “সমুদ্রসাথী” প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় দুই মাস মাছ ধরতে না পারার সময়ে ২ লক্ষ মৎস্যজীবী অর্থসাহায্য পাবেন। কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মৎস্যজীবীদের জন্য পেনশন চালু হবে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ লোনের সুবিধা মিলবে।
মৎস্যজীবীদের কল্যাণে এই প্রকল্পগুলি রাজ্যের নতুন দিশা দেখাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার প্রাক্কালে মৎস্যজীবীদের মুখে হাসি ফেরাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।