প্রথম পাতা খবর ভবানীপুরের গুরুদ্বারে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরের গুরুদ্বারে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়

303 views
A+A-
Reset

ডেস্ক: আজ মুখ্যমন্ত্রী গিয়ে হাজির হলেন ভবানীপুর গুরুদ্বারে। ভবানীপুরে গুরুদ্বারের সামনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মালা রায় ও ভবানীপুরের নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কার্তিক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। বুধবার বিকেলে কোভিড বিধি মেনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গুরুদ্বারে এসে হাজির হন এলাকার মানুষজন। গুরুদ্বার কমিটির তরফে মমতাকে ফুল ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। এরপর সেখানে উপস্থিত শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। সকলের সমস্যার কথা শোনার পাশাপাশি আশ্বাস দেন পাশে থাকার। ভবানীপুর তাঁর হোম গ্রাউন্ড হলেও প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না মমতা। 

আরও পড়ুন: প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে শো-কজ নোটিস ধরাল কমিশন, জবাব দিলেন বিজেপি প্রার্থী


গুরুদ্বার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুভকামনা জানাতে এসেছি। পেতেও এসেছি। আগেও অনেকবার এখানে এসেছি। গুরু নানকজির অনুষ্টানেও গিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অর্থাৎ রুজিরা নিয়মিত গুরুদ্বারে যান দুই সন্তানকে নিয়ে। ধর্মীয় গ্রন্থও পড়ান। তৃণমূল নেত্রীর কথায়, “গুরুদ্বারে গেলেই মন শান্ত হয়ে যায়।” 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.