পুজোর আবহে আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল বেহালার বড়িশা ক্লাব। সোমবার বিকেলে দুর্গাপুজোর উদ্বোধনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে ছিলেন পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মা। মুখ্যমন্ত্রীকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি, চোখের জল ধরে রাখতে পারেননি তাঁরা। তখনই তাঁদের হাত ধরে পাশে থাকার আশ্বাস দেন মমতা। বলেন, “এখন কাঁদলে হবে না। শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই। কিন্তু এত ছেলে রয়েছে আপনার।”
মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি বিতানের বাবা-মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সেখানেই তিনি দলের স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেন সবসময় এই পরিবারটির খোঁজ রাখার।
বিরোধীদের আক্রমণ
মঞ্চ থেকে বিরোধীদেরও নিশানা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপিকে উদ্দেশ করে বলেন, “কেউ কেউ ঘটনার পর যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছিল। কিন্তু কই, তাঁদের তো আর দেখা যাচ্ছে না।”
এ প্রসঙ্গে তিনি স্মরণ করান নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের শহিদ পরিবারগুলির পাশে আজও আছেন তিনি। তাঁর কথায়, “এত বছর পরও একুশে জুলাই শহিদদের শ্রদ্ধা জানানো হয়।” এভাবেই তিনি বার্তা দেন— প্রতিশ্রুতি দিলে তা পালন করেন তিনি।
পুজোর আবহ
এদিন প্রতিপদ থেকেই শহরে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী একাধিক পুজোর উদ্বোধন করেছেন। মণ্ডপ পরিদর্শন করেছেন। তবে বড়িশার মঞ্চে বিতান অধিকারীর বাবা-মাকে পাশে নিয়ে দাঁড়ানোই তৈরি করেছে সবচেয়ে আবেগঘন ছবি।