প্রথম পাতা খবর ৩০ বিপ্লবীর ছবি দিয়ে স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল পিকচার বদলালেন মমতা

৩০ বিপ্লবীর ছবি দিয়ে স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল পিকচার বদলালেন মমতা

638 views
A+A-
Reset

দেশ মাকে ভালোবেসে বীর সন্তানরা তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছে ভারত মাতা। কেন্দ্রীয় সরকার স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এক বছর ধরে পালন করছে আজাদী কা অমৃত মহোৎসব। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচারে মনীষীদের ছবি আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন দেশপ্রেমের বার্তাও। লিখলেন, ‘আমাদের কাছে ভারত মানে একতা’। তেরঙার সঙ্গে ৩০ জন সংগ্রামীর কোলাজ করা ছবি ব্যবহার করলেন মমতা। পাশাপাশি তৃণমূলনেত্রী বার্তা দিয়েছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রোফাইলের ছবি বদল করে লেখেন, ‘ভারত মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ধর্ম, নানা সংস্কৃতি হাত ধরাধরি করে চলে। গণতান্ত্রিক মতামত ও অধিকার যেখানে রক্ষা হয়। এটাই আমাদের ভারত। এমন বৈশিষ্ট্য নিয়ে কি আমরা গর্ব করব না?’    এই অসাধারণ বৈচিত্র্যপূর্ণ ভূমি নিয়ে কি আমরা গর্বিত নই? আমাদের কাছে ভারত মানে হল একতা।’

আরও পড়ুন :

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতায় কমছে মেট্রোর সংখ্যা

ফের করোনা আক্রান্ত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী

ভেন্টিলেশনে সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ

DA মামলায় হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনায় ফের আদালতের দ্বারস্থ রাজ্য

আবারও ফিরতে চলেছে নস্ট্যালজিয়া, ইডেনে ব্যাট হাতে নামবেন সৌরভ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.